আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
27 November 2024, 06:44 AM
আজ বুধবার দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এই বিক্ষোভ শুরু হয়।

চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

আজ বুধবার দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এই বিক্ষোভ শুরু হয়।

এর আগে, সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

462582343_1104763567727998_5328029980287922357_n.jpg
ছবি: রাজিব রায়হান/স্টার

পরে জানাজায় অংশ নেওয়া মানুষ টাইগারপাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।