সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2024, 14:46 PM
UPDATED 25 November 2024, 21:48 PM
চট্টগ্রামের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের একটি মামলায় আজ সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসকনের চট্টগ্রামের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়।