কবে শেষ হবে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কষ্টের দিন

By স্টার নিউজপ্লাস
24 October 2024, 14:46 PM
UPDATED 24 October 2024, 21:02 PM
কারা দায়ী এই দরপতনের জন্য?

শেখ হাসিনা সরকারের পতনের পর চারদিনে শেয়ারবাজারের সূচক প্রায় ৮০০ পয়েন্ট বাড়লেও এরপর থেকে এখন পর্যন্ত তা কমেছে প্রায় ৯০০ পয়েন্ট।

দরপতনে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়ছেন। কিন্তু কেন এই দরপতন হচ্ছে? কারা দায়ী এই দরপতনের জন্য? কবে শেষ হবে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের কষ্টের দিন? এসব জানব আজকের স্টার নিউজপ্লাসে।