'গণহত্যার বিচার ও পুনর্বাসন নামে মন্ত্রণালয় জরুরি'

By স্টার অনলাইন রিপোর্ট
5 October 2024, 15:54 PM
UPDATED 6 October 2024, 17:44 PM
বিটিভির পুরো আর্কাইভকে ধ্বংস করে দিয়েছে, হাসপাতালগুলোর ফরেনসিক রিপোর্ট গায়েব করেছে ফ্যাসিবাদীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে, বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) এর আয়োজনে 'গণহত্যার বিচার কোন পথে ' শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা রাখেন বীরপ্রতীক লে. কর্নেল (অব) হাসিনুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লয়ের  চেয়ারম্যান, মো: মোস্তফা হোসাইন, অ্যাডভোকেট আলী নাছের খান ও ব্যারিস্টার সরোয়ার হোসেন। 

লে. কর্ণেল হাসিনুর রহমান বলেন- জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে 'গণহত্যার বিচার ও পুনর্বাসন' নামে মন্ত্রণালয় জরুরি। এবং তিনি অন্তবর্তী সরকারের কাজের ধীরগতির সমালোচনা করেন।

সানজিদা ইসলাম তুলি বলেন-"গত ফ্যাসিবাদী সরকারের সময় গুম ও হত্যার মামলা বা জিডি নেওয়া হতো না। পুরো সরকারের মেকানিজম গুম-খুনকে ধামাচাপা দেওয়ার কাজ করতো। অনতিবিলম্বে গুমের বিচার শুরু করার দাবি জানান ও সিক্রেট ডিটেনশন সেল গুলোর এভিডেন্স প্রটেকশনের কথা বলেন। 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,"একটা গণ-তদন্ত কমিশন হতে হবে। বিটিভির পুরো আর্কাইভকে ধ্বংস করে দিয়েছে, হাসপাতালগুলোর ফরেনসিক রিপোর্ট গায়েব করেছে ফ্যাসিবাদীরা। ফলে একটা গণ-তদন্ত কমিশন হলে গণহত্যার বিচারের মিসিং লিংকগুলো উদ্ধার করা সম্ভব হবে। এবং সেভাবে কাজ এগিয়ে নিতে হবে। 

মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাপনী আলোচনা করেন স্টাডি ফোরামের সদস্য আলাউদ্দীন মোহাম্মদ।