জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক
2 October 2024, 11:44 AM
UPDATED 2 October 2024, 17:55 PM
জাতিসংঘ মহাসচিবকে ‘ইসরায়েলবিরোধী এবং ‘সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক’ হিসেবেও অভিযুক্ত করেছেন কাটজ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে 'পারসনা নন গ্রাটা' ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 'দ্ব্যর্থহীনভাবে নিন্দা' জানাতে গুতেরেসের ব্যর্থতার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবকে 'ইসরায়েলবিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক' হিসেবেও অভিযুক্ত করেছেন কাটজ।

তিনি বলেন, 'আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।'

যদিও গুতেরেস গতকাল মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ার নিন্দা করেছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।