চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম

By স্টার বিজনেস ডেস্ক
25 July 2024, 08:57 AM
UPDATED 25 July 2024, 15:02 PM
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল তোলা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীনে চাহিদা কম থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সেপ্টেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক সাত শতাংশ কমিয়ে ধরা হয়েছে ৮১ ডলার ১২ সেন্ট।

এ ছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমিয়ে ৭৬ ডলার ৯৮ সেন্ট ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল তোলা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশটিতে গ্যাসোলিনের মজুদ ৫৬ লাখ ব্যারেল কমেছে। ডিসটিলেটের মজুদ কমেছে ২৮ লাখ ব্যারেল।

নিশান সিকিউরিটিজের অধীন এনএস ট্রেডিংয়ের প্রেসিডেন্ট হিরোউকি কিকুকাওয়া সংবাদ সংস্থাটিকে বলেন, 'যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুদ কমলেও আসলে সবাই উদ্বিগ্ন চীনে তেলের চাহিদা কমে যাওয়ায়।'

সরকারের দেওয়া তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনে তেল আমদানি কমেছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় সেখানে তেলের চাহিদা কম।