মিয়ানমারের পশ্চিমাঞ্চলে আরাকান আর্মি-সামরিক জান্তার লড়াই, আটকা পড়েছে ৭০ হাজার রোহিঙ্গা

By স্টার অনলাইন ডেস্ক
17 June 2024, 07:40 AM
UPDATED 17 June 2024, 14:59 PM
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সামরিক জান্তার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে আরাকান আর্মি।



মিয়ানমারের পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে তীব্র লড়াই চলছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ)। এই লড়াইয়ে ভুক্তভোগী হয়ে আটকা পড়েছে হাজারো রোহিঙ্গা।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মিয়ানমারের রাখাইন প্রদেশের সার্বভৌমত্ব আদায়ের লক্ষ্যে লড়ছে আরাকান আর্মি। সংগঠনটি রোববার দিনের শেষে মংডু শহরে হামলা চালানোর আগে বাসিন্দাদের রাত টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এই শহরে মূলত মুসলিম রোহিঙ্গাদের বসবাস।

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উপকূলীয় শহর মংডুর অবস্থান। 

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সামরিক জান্তার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে আরাকান আর্মি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। এতদিন পর্যন্ত বলিষ্ঠভাবে দেশ শাসন করলেও সাম্প্রতিক সময়ে একের পর এক অঞ্চল জান্তার হাতছাড়া হয়ে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে এবং অন্যান্য অংশেও তারা দুর্বল হয়ে পড়েছে।

আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, 'মংডু শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইউনাইটেড লিগ অব আরাকান/আরাকান আর্মি তাদেরকে জরুরি ভিত্তিতে মংডু ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছে।'

এ বিষয়ে মন্তব্যের জন্য জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

মিয়ানমারের ছায়া সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) মানবাধিকার বিষয়ক উপমন্ত্রী অং কিয়াও মো জানান, মংডুতে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছেন।

তিনি রয়টার্সকে বলেন, 'তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।'