গরম বেশি অনুভূত হওয়ার অন্যতম কারণ ভুল নগরদর্শন: বাপা

By স্টার অনলাইন রিপোর্ট
30 April 2024, 08:53 AM
UPDATED 30 April 2024, 14:57 PM
বাংলাদেশে বর্তমানে চলমান তাপপ্রবাহ যে রেকর্ড করা হচ্ছে তা এদেশে নতুন নয়। কিন্তু নগরগুলোতে তীব্র গরম অনুভূত হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে ভুল নগর দর্শন।

বন ও বনভূমি সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, কর্তৃপক্ষের জবাবদিহিতামূলক ব্যবস্থার পাশাপাশি আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় 'নগর তাপদাহের তীব্রতা: প্রেক্ষিত ও প্রত্যাশা' নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে চলমান তাপপ্রবাহ যে রেকর্ড করা হচ্ছে তা এদেশে নতুন নয়। কিন্তু নগরগুলোতে তীব্র গরম অনুভূত হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে ভুল নগর দর্শন।

সাতটি দাবি জানিয়ে সরকারের কাছে এগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন তারা৷

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ সভাপতি ইকবাল হাবিব বলেন, 'বর্তমান পরিস্থিতির পেছনে দায় আমাদের, সরকারের, সরকারের যন্ত্রের ও ব্যক্তিগত লোভ। ঢাকার বিভিন্ন খালের সাথে নদীর সংযোগ স্থল ভরাট করে ফেলেছে, নদী ও খালের সাথে সংযোগ থাকা অত্যন্ত জরুরি।'

'প্রয়োজনে নদী ও খালের সংযোগের জমি অধিগ্রহণ করা হোক। মাত্র কয়েক হাজার মানুষের জন্য কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে না,' বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, 'আমরা শহরে এন্টি ন্যাচারাল কাজ করছি। সরকারি কর্মকর্তারা সবুজায়ন করার নানা প্রকল্প গ্রহণ করলেও, ভালো ফলাফল কোনটিতেও আসেনি।

'আর সময় নেই আমাদের হাতে। অত্যন্ত সবুজায়ন এর জন্য একটি দাবি বাস্তবায়ন করা হোক,' বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, 'বর্তমান অবস্থার জন্য সরাসরি রাষ্ট্র দায়ী৷ আমরা যদি সবুজায়ন ফিরিয়ে আনতে না পারি তাহলে দেশের অবস্থা প্রতিনিয়ত খারাপের দিক যাবে।'

বাপা সভাপতি নূর মোহাম্মদ তালুকদার বলেন, 'আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা প্রকৃতি নিয়ে চিন্তা করেন না। রাজনীতিবিদদের দেশের সবুজায়ন নিয়ে আরও সচেতন হওয়া জরুরি।'