মাইজদী পিটিআই স্কুলে সাবেক শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা

By স্টার অনলাইন রিপোর্ট
12 April 2024, 16:11 PM
আজ শুক্রবার এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাইজদী পিটিআই স্কুলের সাবেক শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু। আয়োজনে উপস্থিত ছিলেন বিচারপতি মো. রেজাউল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট একেএম সেরাজুল ইসলাম, বর্তমান সুপারিন্টেনডেন্ট শেপাল চন্দ্র নাথ প্রমুখ।

মাইজদী পিটিআই স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে অনেক দায়িত্বশীল পদে ও পেশায় কর্মরত রয়েছেন।