ফেসবুকে লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা

By স্টার অনলাইন ডেস্ক
5 March 2024, 15:39 PM
UPDATED 5 March 2024, 22:20 PM
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়।

ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারছেন না।

296253595_418191457006118_3728180747118952457_n.jpg

একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অন্তত ১ লাখ ৩৪ হাজার ব্যবহারকারী #ফেসবুকডাউন, ৭৯ হাজার ব্যবহারকারী #ইনস্টাগ্রামডাউন পোস্ট করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মেটা এ বিষয়ে মন্তব্যে বলেছে যে তারা ফেসবুক লগইনের সমস্যা সম্পর্কে জেনেছে। তারা যত শিগগির সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।