দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নৈশভোজে নারী ফুটবলাররা

By স্পোর্টস ডেস্ক
2 December 2023, 17:16 PM
সিঙ্গাপুর হাই কমিশনের মিশন প্রধান এম এস শেদা পিল্লাইয়ের আমন্ত্রণে আয়োজিত এক নৈশ ভোজে যোগ দেন দুই দলের খেলোয়াড়রা।

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে সিঙ্গাপুর নারী ফুটবল দল। এরমধ্যেই একটি ম্যাচ মাঠে গড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আজ (২ ডিসেম্বর) সিঙ্গাপুর হাই কমিশনের মিশন প্রধান এম এস শেদা পিল্লাইয়ের আমন্ত্রণে আয়োজিত এক নৈশ ভোজে যোগ দেন দুই দলের খেলোয়াড়রা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল সিঙ্গাপুর নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে দলদুটি। ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই নৈশ ভোজের আয়োজন করা হয়।

উক্ত নৈশ ভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী টিম লীডার ও বাফুফে সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, টিম ম্যানেজার জনাব আমিরুল ইসলাম বাবু ও বাফুফে সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষারসহ বাংলাদেশ নারী ফুটবল দলের প্রশিক্ষক এবং খেলোয়াড়রা।