বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেলেন ইমেরিটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ

By স্টার অনলাইন ডেস্ক
26 November 2023, 10:19 AM
UPDATED 26 November 2023, 16:21 PM
এবিএম আবদুল্লাহ  দ্য ডেইলি স্টারকে বলে, আমি খুব আনন্দিত। এই সম্মান আমাকে কাজের অনেক প্রেরণা জোগাবে। সবার দোয়া চাই আমি। 

বাংলা একাডেমি কর্তৃক 'মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩' পেলেন  ইমেরিটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ। তিনি  বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। গতকাল শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় তিনিসহ আরও  ১৪জন গুণীজনকে দেওয়া হয়েছে বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ।

ডা. এবিএম আবদুল্লাহ এর আগে ২০১৭ সালে বাংলা একাডেমি কর্তৃক ফেলোশিপ লাভ করেন। এটিসহ বাংলা একাডেমি থেকে তিনি দ্বিতীয়বারের মতো পুরষ্কার লাভ করলেন।

এবিএম আবদুল্লাহ  দ্য ডেইলি স্টারকে বলে, আমি খুব আনন্দিত। এই সম্মান আমাকে কাজের অনেক প্রেরণা জোগাবে। সবার দোয়া চাই আমি। 

দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাসহ সামগ্রিক পেশার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর অসামান্য অবদান রয়েছে। জনগণের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক টকশোসহ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক কলাম নিয়মিত লিখে আসছেন। তিনি মেডিকেল শিক্ষার্থীদের জন্য ছয়টির বেশি মেডিকেল পুস্তক রচনা করেছেন।

তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হল: শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন, লং কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন, ইসিজি অব মেডিক্যাল প্র্যাকটিস, রেডিওলজি অব মেডিক্যাল প্র্যাকটিস। এসব মেডিকেল পুস্তক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রিটেন, আরবসহ বিশ্বের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। সাধারণ পাঠকের জন্য বাংলায় লিখেছেন স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম ও শীর্ষক দুটি বই। ২০২২ সালে মেডিসিনের বাইবেলখ্যাত পাঠ্যপুস্তক ডেভিডসনস' প্রিন্সিপ্যাল অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিন' এর ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হন তিনি।  

ডা. এবিএম আবদুল্লাহ ২০১৫ সালে 'শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন' নামক পুস্তক রচনার জন্য 'ইউজিসি অ্যাওয়ার্ড ২০১৩' অর্জন করেন। ২০১৬ সালে গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। ২০১৭ সালে বাংলা একাডেমি কর্তৃক ফেলোশিপ লাভ করেন। ২০১৯ সালে ইউজিসি অধ্যাপক নিযুক্ত হন। ২০২২ সালে বিএসএমএমইউ সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে ইমেরিটাস অধ্যাপক মনোনীত করা হয়। বিএসএমএমইউর ইতিহাসে তিনি সর্বপ্রথম এই সম্মাননা পেয়েছেন। দেশের চিকিৎসাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর তিনি পেয়েছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক।