৩৯ ফিলিস্তিনি নারী-শিশু বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

By স্টার অনলাইন ডেস্ক
24 November 2023, 16:48 PM
UPDATED 24 November 2023, 22:56 PM
চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আল-জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে।