গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

By স্টার অনলাইন ডেস্ক
12 October 2023, 04:54 AM
UPDATED 12 October 2023, 11:07 AM
বুধবার পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৩৮ হাজার ৯৩৪ জন।

ফিলিস্তিনে অব্যাহতভাবে বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজা উপত্যকা থেকে ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
   
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ব্যাপকহারে মানুষের ঘরবাড়ি ছেড়ে যাওয়া অব্যাহত রয়েছে।

বুধবার পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৩৮ হাজার ৯৩৪ জন।

গত শনিবার হামাসের আক্রমণের জবাবে প্রায় ২৩ লাখ জনবসতিপূর্ণ গাজা উপত্যকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাসের হামলায় তাদের ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।

তবে গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত বিমান ও কামান হামলায় তাদের ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ওসিএইচএ জানিয়েছে, প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ জাতিসংঘের ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলে আশ্রয় চেয়েছে।