ওমানের জিডিপি ৯.৫ শতাংশ কমেছে

By স্টার বিজনেস রিপোর্ট
24 September 2023, 13:27 PM
UPDATED 24 September 2023, 22:28 PM
২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ওমানের জিডিপি গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ কমেছে।

২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ওমানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ কমেছে।

আজ রোববার সৌদি আরবের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি ১০ দশমিক ০৮ বিলিয়ন ওমানি রিয়ালে (২৬ দশমকি ৩ বিলিয়ন ডলার) নেমে এসেছে, যা গত বছরের একই সময়ে রেকর্ড ১১ দশমিক ১৪ বিলিয়ন রিয়াল ছিল।

এনসিএসআইকে উদ্ধৃত করে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তেল কার্যক্রমের মূল্য ১৮ দশমিক ৩ শতাংশ কমে ৩ দশমিক ৬৪ বিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৪৬ বিলিয়ন রিয়াল।