বিশ্ব ঐতিহ্যের তালিকায় শান্তিনিকেতন

By স্টার অনলাইন ডেস্ক
18 September 2023, 10:14 AM
UPDATED 18 September 2023, 18:31 PM
কবির নামের সঙ্গে জড়িয়ে থাকা শান্তিনিকেতন বিশ্বের কাছে পরিচিত হয়। বর্তমানে এখানে ৬ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা পেয়েছে। এই প্রথমবার একটি চলমান বিশ্ববিদ্যালয়কে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। গতকাল রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) এই ঘোষণা দেওয়া হয়েছে।

শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিভুক্ত করতে সুপারিশ করেছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস। 

উল্লেখ্য, শান্তিনিকেতন অঞ্চলটি একসময় জমিদার ভুবনমোহন সিনহার নামানুসারে ভুবনডাঙা নামে পরিচিত ছিল। এই পরিবার জায়গাটি ঠাকুর পরিবারকে উপহার দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এ জায়গার নাম দেন শান্তিনিকেতন। ১৮৮৮ সালে শান্তি নিকেতন ট্রাস্ট- একটি অতিথি ভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য নিবেদিত গ্রন্থাগারের সংস্থান করেছিলেন। 

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে মাত্র ৫ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ১৯১৮ সালের ২৩ ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০১ সালে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় এবং কবির নামের সঙ্গে জড়িয়ে থাকা শান্তিনিকেতন বিশ্বের কাছে পরিচিত হয়। বর্তমানে এখানে ৬ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।