ড. ইউনূসকে হয়রানি করছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
31 August 2023, 11:29 AM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের হয়রানি করার কোনো সুযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের হয়রানি করার কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ড. ইউনূসের জন্য যারা বিবৃতি দিচ্ছেন তাদের কাছে এ বিষয়ে ইনফরমেশন গ্যাপ আছে।'

মোমেন বলেন, 'এই নোবেলবিজয়ীর বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। তার কোম্পানি শ্রমিকদের লভ্যাংশ না দেওয়ায় একটি এবং কর ফাঁকি দেওয়ায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।'

'আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার হিসেবে আমরা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারি না', বলেন তিনি।