১২.৪৬ কোটি টাকার দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস

By স্টার অনলাইন রিপোর্ট
25 July 2023, 16:53 PM
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ড. ইউনূস দানকর পরিশোধ করেছেন

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১২.৪৬ কোটি টাকার দানকর পরিশোধ করেছেন।

মঙ্গলবার তার আইনজীবী সরদার জিন্নাত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ড. ইউনূস দানকর পরিশোধ করেছেন। তার হিসাব কর্মকর্তা আমাকে অবহিত করেছেন যে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ড হয়তো সুপ্রিম কোর্টকে অবহিত করবেন যদি প্রয়োজন মনে করেন।'