চলে গেলেন ক্রীড়া সংগঠক টিপু

By ক্রীড়া প্রতিবেদক
25 July 2023, 10:00 AM
UPDATED 25 July 2023, 17:44 PM
আজ মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফিকুল ইসলাম টিপু।

শেষ পর্যন্ত চলেই গেলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু। আজ মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গতকাল সকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন টিপু। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। পরে সিটি স্ক্যান করানো হলে তার রিপোর্ট ভালো আসেনি। তাই আইসিইউতে রাখা হয় তাকে। কিন্তু অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে চলেই গেলেন না ফেরার দেশে।

আজ বিকেল সাড়ে ৫টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সত্তর দশক থেকে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত টিপু। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।