চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ইরান-সৌদি আরবের চুক্তি

By স্টার অনলাইন ডেস্ক
10 March 2023, 13:23 PM
UPDATED 10 March 2023, 19:32 PM
আগামী ২ মাসের মধ্যে নিজেদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে ইরান ও সৌদি আরব।

আগামী ২ মাসের মধ্যে নিজেদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে ইরান ও সৌদি আরব।

চীনের বেইজিংয়ে এই সমঝোতা হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছে তেহরান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি আলি শামখানি এবং তার সৌদি প্রতিপক্ষের মধ্যে বেশ কয়েকদিনের নিবিড় আলোচনার পর শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরান ও সৌদি আরবের মধ্যে এই সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে চীন।

২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে।