আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: সারাদেশে উল্লাসের ঢেউ 

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2022, 20:14 PM
UPDATED 19 December 2022, 02:28 AM
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতলো আর্জেন্টনা। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে সারাদেশের ফুটপ্রেমীরা।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতলো আর্জেন্টনা। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে সারাদেশের ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনার জয়ের উল্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ জনসমুদ্রে পরিণত হয়। ক্যাম্পাসে আতশবাজি ফাটিয়ে, ভুভুজেলা বাজিয়ে নেচে-গেয়ে জয় উদযাপন করতে দেখা গেছে সমর্থকদের। কেউ কেউ মোটরসাইকেল চালিয়ে আর্জেন্টিনার পতাকা হাতে উদযাপনে মেতেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বরিশাল থেকে পাঠানো কয়েকটি ছবিতে ভক্তদের উল্লাস ও উদযাপন।

320681801_827203988336628_9100479373778814262_n.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ভক্তদের উদযাপন। ছবি: পলাশ খান/স্টার

untitled_design_46.jpg
নায়ারণগঞ্জের চাষাড়ায় বিবি রোডে ভক্তদের উল্লাস। ছবি: সৌরভ হোসেন/স্টার

ctg_2.jpg
চট্টগ্রামের হালিশহরে বিডিআর মাঠে আর্জেন্টিনা সমর্থকের উল্লাস। ছবি: রাজীব রায়হান/স্টার

ngonj.jpg
নায়ারণগঞ্জের চাষাড়ায় বিবি রোডে ভক্তদের উল্লাস। ছবি: সৌরভ হোসেন/স্টার

320582143_879999206462338_6660928587152556910_n.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ভক্তদের উদযাপন। ছবি: পলাশ খান/স্টার

untitled_design.png
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ভক্তদের উদযাপন। ছবি: পলাশ খান/স্টার

untitled_design_45.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ভক্তদের উদযাপন। ছবি: পলাশ খান/স্টার

ctg_2_1.jpg
বরিশালে পরিবারসহ রাস্তায় নেমে উদযাপন করছেন ভক্তরা। ছবি: টিটু দাস/স্টার