সিলেটে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
6 November 2022, 11:32 AM
সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসার দুটি পৃথক কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসার দুটি পৃথক কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে ঘরের ভেতর থেকে তাদের ছোট মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে সকাল ১১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন, সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে শিপা তালুকদার ও তার স্বামী জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে রিপন দাস।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মৃতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, 'স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জেনেছি এবং এর জের ধরে দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

'তাদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি', বলেন ওসি।