নোয়াখালীতে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী
5 November 2022, 19:35 PM
নোয়াখালীতে শুরু হয়েছে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

নোয়াখালীতে শুরু হয়েছে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার বিকেল ৪টায় পুলিশ লাইনস্ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এসএম রোকন উদ্দিন। 

উদ্বোধনীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। 

এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, মো. নাজমুল হাসান রাজীব, আকরামুল হাসান, বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি ও  সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ।

উদ্বোধনী খেলায় চাটখিল থানা কে ২-০গোলে পরাজিত করে সুধারাম মডেল থানা পুলিশ জয় লাভ করে।