হাটহাজারীতে বেসরকারি উদ্যোগে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
21 October 2022, 14:00 PM
চট্টগ্রামের হাটহাজারীর মধ্যমখিল এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হচ্ছে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। চট্টগ্রামের শিপিং প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী গড়ে তুলছেন এই ক্রীড়া কমপ্লেক্স।

চট্টগ্রামের হাটহাজারীর মধ্যমখিল এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হচ্ছে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। চট্টগ্রামের শিপিং প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী গড়ে তুলছেন এই ক্রীড়া কমপ্লেক্স।

আজ শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথি হিসেবে এই ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন চৌধুরী ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।

কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির বলেন, 'প্রায় ৬০ একর জমিতে আগামী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি মাঠ প্রস্তুত করা হবে। এছাড়ও ৬০ জন খেলোয়াড়ের থাকার ব্যবস্থাসহ আধুনিক আবাসিক ভবন, ইনডোর ও আউটডোরে ৬টি ক্রিকেট পিচ থাকবে। প্রাথমিক অবস্থায় ফুটবল ও ক্রিকেটকে গুরুত্ব  দেয়া হচ্ছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে পুরো কমপ্লেক্সের কাজ দ্রুতই সম্পন্ন করার ইচ্ছা আছে।'