মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: তদন্তে রেলের কমিটি

By নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম
29 July 2022, 09:45 AM
UPDATED 17 August 2022, 12:23 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে ১১ আরোহী নিহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে ১১ আরোহী নিহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শুক্রবার বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, 'দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'

তিনি দাবি করেন, মাইক্রোবাসচালক রেলক্রসিংয়ে থাকা গেট ম্যানের আদেশ অমান্য করে গাড়ি রেললাইনে তুলে দিয়েছে। এই রেল ক্রসিংটি বৈধ এবং সেখানে দুপাশে গেট রয়েছে।

তবে, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলছেন দুর্ঘটনার সময় সেখানে কোনো গেট ম্যান ছিল না। তিনি ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে ঘটনার সময়ে কোনো গেট ম্যান ছিল না। বাসটিতে পর্যটকরা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটির দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে আসে।'

এই রেলওয়ে ক্রসিংটি বৈধ কিনা, জানতে চাইলে তিনি সে বিষয়টি বিস্তারিত বলতে পারেননি।