শিকাগোতে ইনডিপেন্ডেন্স ডে প্যারেডে গুলি, নিহত অন্তত ৬

By স্টার অনলাইন ডেস্ক
4 July 2022, 18:59 PM
UPDATED 5 July 2022, 03:26 AM
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগোর শহরতলীতে ৪ জুলাই ইনডিপেন্ডেন্স ডে প্যারেডে গুলিতে অন্তত ৬ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগোর শহরতলীতে ৪ জুলাই ইনডিপেন্ডেন্স ডে প্যারেডে গুলিতে অন্তত ৬ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুলির ঘটনায় প্যারেডে উপস্থিত আতঙ্কিত দর্শকরা ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

এ ঘটনায় আহত অন্তত ২৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

হাইল্যান্ড পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা সন্দেহভাজন হামলাকারীর সন্ধান করছে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

হাইল্যান্ড পার্কের চারদিকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।

রয়টার্স জানায়, পুলিশ এ ঘটনার জন্য দায়ী ১৮-২০ বয়সী এক শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে। তাকে খুঁজে পেতে সহায়তা করতে মোবাইল ফোনের ছবি এবং ভিডিও চাওয়া হয়েছে স্থানীয়দের কাছে।

শেরিফ বিভাগের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেন, 'আমরা হামলাকারীকে খুঁজতে জোর চেষ্টা চালাচ্ছি। হামলাকারী শহরের ভেতরেও থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে।'

যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, হাইল্যান্ড পার্কের জনসংখ্যা ৩০ হাজার এবং তাদের প্রায় ৯০ শতাংশ শ্বেতাঙ্গ।