ঝিনাইদহে ১৭৯টি ক্লিনিকের মধ্যে ৫১টির বৈধতা নেই

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
28 May 2022, 13:52 PM
ঝিনাইদহ জেলায় মোট ১৭৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এর মধ্যে ২৪টির নিবন্ধনের মেয়াদ নবায়ন করা হয়নি এবং ২৭টির নিবন্ধন নেই। অর্থাৎ, ৫১টির বৈধতা নেই।

ঝিনাইদহ জেলায় মোট ১৭৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এর মধ্যে ২৪টির নিবন্ধনের মেয়াদ নবায়ন করা হয়নি এবং ২৭টির নিবন্ধন নেই। অর্থাৎ, ৫১টির বৈধতা নেই।

আজ শনিবার ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঝিনাইদহে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, সিলগালা করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- ছন্দা ক্লিনিক, নোবেল ক্লিনিক, স্মৃতি ক্লিনিক, ওমেগা ক্লিনিক, নোবেল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব, সবুজ ডায়াগনস্টিক সেন্টার ও ইমপেরিয়াল ডায়াগনস্টিক সেন্টার।