মনোনয়নপত্র নিলেন আ. লীগের একক প্রার্থী রিফাত

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
16 May 2022, 10:40 AM
UPDATED 14 June 2022, 14:49 PM
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত।

আজ সোমবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন নেতা আওয়ামী লীগ প্রার্থী রিফাতের মনোনয়নপত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেন।

আগামীকাল দুপুরে রিফাত তার মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

কুমিল্লার নগর পিতা হওয়ার দৌড়ে রিফাতসহ মোট ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ৬ মেয়র প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ১ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন এবং নাগরিক ফোরাম সংগঠনের ১ জন ও বিএনপির ২ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

প্রার্থী হওয়া বিএনপি নেতাদের মধ্যে আছেন কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু।

কাউন্সিলর পদে মোট ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আগামীকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মে।

উল্লেখ্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড গত শুক্রবার গণভবনে এক বৈঠকে কুমিল্লা সিটি নির্বাচনে রিফাতের মনোনয়ন চূড়ান্ত করে। এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমরা তাকে একজন নিবেদিত প্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবেই চিনি।'

তিনি আরও বলেন, 'রিফাত ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। দল যখন সংকটে ছিল, তখন তিনি ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা।'

হানিফ আরও বলেন, 'বিএনপি সরকার তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করেছে। আমি জানি না, ওই তালিকা তৈরির সময় ওই মামলাগুলো বিবেচনা করা হয়েছিল কি না।'

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানানো হলে হানিফ বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আহমেদ নিয়াজ পাভেল বলেন, '৭৫ পরবর্তী সময়ে কারা নির্যাতিত ও ৮০ দশকে জামাত-শিবিরের হাতে হাত-পায়ের রগকাটা আওয়ামী লীগ নেতা রিফাত তার সারা জীবনের দলীয় আনুগত্যের ফল পেয়েছেন। প্রধানমন্ত্রী তার হাতে নৌকার মনোনয়ন তুলে দিয়েছেন।'

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।