আমাদের দেখাতে হবে যে রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দল: মদ্রিচ
সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে আশানুরূপ পারফরম্যান্স না করেও তিন গোল ফিরিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগ ঘরের মাঠে হতে যাওয়ায় স্বাভাবিকভাবেই উজ্জীবিত অবস্থায় রয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্প্যানিশ ক্লাবটির অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, নিজেদের সেরা প্রমাণে মুখিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে ফের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের দুই পরাশক্তি। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
ইতোমধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে রিয়াল। এখন তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দিকে। রেকর্ড ১৩টি শিরোপা জিতে এই আসরের সফলতম ক্লাব তারা। ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির কাছে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে অবশ্য ফাইনালে নাম লেখানোর দৌড়ের মাঝপথে পিছিয়ে রয়েছে তারা। তবে নিজেদের ডেরা বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হতে যাওয়ায় রিয়ালের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই।
হাইভোল্টেজ ম্যাচের আগে ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ বলেছেন, আগের দেখায় পেপ গার্দিওলার শিষ্যদের সঙ্গে না পারলেও স্নায়ুচাপে ভুগছে না রিয়াল, 'লকার রুমে দারুণ পরিবেশ বিরাজ করছে। আমরা মুখিয়ে আছি মাঠে নামার জন্য। আমরা জানি, আমাদের কী কী করতে হবে। এটা চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।'
একবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার যোগ করেছেন, 'আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা ঘুরে দাঁড়াব। আমরা জানি, প্রথম লেগে আমরা আমাদের সেরা খেলাটা উপহার দিতে পারিনি। তারপরও আমরা তিন গোল করেছি। আমি নিশ্চিত, আমাদের আরও ভালো করতে হবে।'
ইংলিশ ক্লাব ম্যান সিটিকে বিদায় করে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পাওয়ার স্বপ্নে বিভোর মদ্রিচ নিজেদের সামর্থ্য ও দক্ষতা দেখানোর প্রত্যাশায় আছেন, 'আমরা কখনও হাল ছাড়ি না। এখানে আসার পর থেকে এই ক্লাব আমাদের এটাই শিখিয়েছে। আমাদের দেখাতে হবে যে আমরা রিয়াল মাদ্রিদ, যারা বিশ্বের সেরা দল।'
Comments