ওমানে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

By প্রেস রিলিজ
29 March 2022, 08:37 AM
রাজধানী মাস্কাটে বাংলাদেশ স্কুল মাস্কাটের মাঠে গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই উৎসব।

করোনা অতিমারির প্রভাব কাটিয়ে ওমানে মাসব্যাপী ক্রীড়া আয়োজনে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ১৬ দলকে নিয়ে 'গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট' তাদের দিয়েছিল সেই সুযোগ।

রাজধানী মাস্কাটে বাংলাদেশ স্কুল মাস্কাটের মাঠে গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই উৎসব।

শুক্রবার (২৫ মার্চ) টান টান উত্তেজনার ফাইনাল খেলায় আল খয়ের স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে সাহাবিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে সেরা হন আল খয়ের স্পোর্টিং ক্লাবের হৃদয়। 

এই আয়োজন উপলক্ষ করে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। তাতে উৎসস্থল পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশি শীর্ষ মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।