চোখ জুড়ানো মাঠে রান উৎসব হবে তো?

By স্পোর্টস ডেস্ক
6 February 2022, 15:00 PM
UPDATED 6 February 2022, 21:06 PM
গ্রাউন্ড ফ্যাসিলিটির মতো সিলেটের উইকেটের সুনামও ছিল। কিন্তু গত কিছু দিন ধরে মূল মাঠের উইকেটে রান আসছে না।

মাঠের অবকাঠামোগত সুযোগ সুবিধার দিক থেকে সিলেট নিঃসন্দেহে দেশের সেরা ভেন্যু। একটি স্টেডিয়াম প্রাঙ্গণেই আছে দুই মাঠ। কেবল অনুশীলনের জন্য প্রস্তুত আছে ১৬টি উইকেট।

গ্রাউন্ড ফ্যাসিলিটির মতো সিলেটের উইকেটের সুনামও ছিল। কিন্তু গত কিছু দিন ধরে মূল মাঠের উইকেটে রান আসছে না। এবার বিপিএলে সেই খরা কাটিয়ে রান আসবে তো?