বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ত্বকী হত্যার বিচার করা হোক: শামীম ওসমান

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
29 January 2022, 12:21 PM
UPDATED 29 January 2022, 18:55 PM
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচার করার দাবি জানান তিনি। আগামী ৮ মার্চ ত্বকী হত্যাকাণ্ডের ৯ বছর পূর্ণ হবে।

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচার করার দাবি জানান তিনি। আগামী ৮ মার্চ ত্বকী হত্যাকাণ্ডের ৯ বছর পূর্ণ হবে।

আজ শনিবার বিকেলে সদর উপজেলার ফতুল্লায় নম পার্ক প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'কয়দিন পর থেকেই এ নাটক আবারও শুরু হবে। এ নাটক হবে, ১০ জন দাঁড়াবে, ৩ জন শুনবে। ১০ জন বক্তা, ৩ জন শ্রোতা। গত ৫ থেকে ৭ বছর ধরে চলতেছে, ত্বকী হত্যার বিচার চাই। আজকে আমি সরকারকে জানাতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমি দেশের আইন বিভাগকে বলতে চাই, ত্বকী না শুধু, সারা বাংলাদেশে যে হত্যা হয়েছে বিশেষ করে নারায়ণগঞ্জে যে ত্বকী হত্যা, এ ত্বকী হত্যা নিয়ে কেউ কেউ আমাকে এবং আমার পরিবারের দিকে আঙ্গুল দেখাতে চান। আমি বলতে চাই, অবিলম্বে এ হত্যার বিচার করা হোক। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচার করা হোক এবং অবিলম্বে এই বিচার করা হোক। আমি দাবি তুলছি। এ হত্যার বিচার হওয়ার জন্য। তাই আমি জানি, এই কথাগুলো বলে নারায়ণগঞ্জে অনেকে সস্তা জনপ্রিয়তা নিতে চান। তাই আজকে আমি দাবি করছি এ হত্যাকাণ্ডের বিচার করা হোক। আর দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে নজর দেওয়া হোক।'

ত্বকী হত্যাকাণ্ডের পর থেকেই ওসমান পরিবারের সদস্য এমপি শামীম ওসমান ও তার বড় ভাই প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে দায়ী করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। এজন্য তিনি হত্যাকাণ্ডের পর পুলিশ সুপারের কাছে একটি অবহিতপত্র দেন যেখানে শামীম ওসমান, তার একমাত্র ছেলে অয়ন ওসমানসহ অনুগামী আরও ৮ জনের নাম ছিল।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ২০১৩ সালের ৭ মার্চ (নিখোঁজের একদিন পর ও লাশ উদ্ধারের একদিন আগে) এ লেভেল পরীক্ষার রেজাল্টে পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিল, যা সারাদেশে সর্বোচ্চ। এছাড়া ও লেভেল পরীক্ষাতেও সে পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮ জনই পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২জন আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু এ হত্যাকাণ্ডর ৮ বছর পার হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।

এদিকে হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সংবাদ সম্মেলন করে বলেন, 'আজমেরী ওসমানের নেতৃত্বে ১১জন মিলে ত্বকীকে হত্যা করেছে।'

আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা এবং প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে। আজমেরী ওসমান তখন আত্মগোপনে ছিলেন। 

ত্বকী হত্যার পর থেকেই নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ধারাবাহিকভাবে প্রতি মাসের ৮ তারিখ ত্বকী হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্জ্বালন করছেন ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।