‘এতো পরিশ্রম না করে জয়কে নিয়ে বিদেশে চলে যান’

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2021, 06:27 AM
নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার।

নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার।

৫ বছর বয়সী এই তারকাপুত্রের ফ্যানপেজ এবং ইনস্ট্রাগ্রাম আইডিও আছে।

joy.jpg
আব্রাহাম খান জয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একমাত্র সন্তান জয়কে নিয়ে কথা বলতে গিয়ে দ্য ডেইলি স্টারকে অপু বিশ্বাস বলেন, 'আমিই জয়ের মা, আমিই বাবা। ওর সবটুকু আবদার আমার কাছেই। পৃথিবীর সবকিছু একদিকে অন্যদিকে জয়। তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা।'

'সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, "আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, তারচেয়ে বিদেশে চলে যান। অনেক আরামে থাকবেন।" কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম।'

joy-apu.jpg
জয়কে ঘিরেই অপুর বেশিরভাগ ব্যস্ততা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শাকিব খানের বিপরীতে সিনেমায় অভিনয়ের বিষয়ে অপু বিশ্বাস বলেন, 'আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।'

joy-apu.jpg
নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপু বিশ্বাস অভিনীত ৪টি সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২', 'ছায়াবৃক্ষ', 'ঈশা খাঁ' এবং কলকাতার 'শর্টকাট'  মুক্তির অপেক্ষায় রয়েছে।

apu.jpg
অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বর্তমানে তিনি শুটিং করছেন 'প্রেম প্রীতি বন্ধন' সিনেমায়।