সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে: পরিকল্পনামন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2021, 14:27 PM
UPDATED 12 September 2021, 20:37 PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

এম এ মান্নান এমপি বলেন, 'হাওর এলাকার মানুষ আমরা। আমাদের প্রকৃত বন্ধু শেখ হাসিনা। তিনি হাওরের উন্নয়নে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়ে চলেছেন যা বাস্তবায়নে আমি কাজ করে চলেছি। আমি মন্ত্রিত্বের জন্যে নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমার হাওরাঞ্চলের গরীব মা-চাচী, বাপ-দাদার জন্য কাজ করতে চাই। সুনামগঞ্জের সবগুলো উপজেলায় (১২টি উপজেলা) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। জেলা সদর উপজেলায় আজ উদ্বোধনের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হলো।'

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, 'দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে। তবেই এই দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।'

আজ রোববার দুপুরে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, 'কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত না হলে কোনো দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে হাওর ও ভাটি বাংলার মানুষের কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো। এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'শিগগিরই সুনামগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে আরো ৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে দেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স আসবে।'

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।