অনিয়মের অভিযোগে প্রাভা হেলথের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2021, 12:07 PM
UPDATED 2 August 2021, 18:09 PM
অনিয়মের অভিযোগে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অনিয়মের অভিযোগে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 'অনিয়মের' কারণে প্রাভা হেলথের ব্যক্তিগতভাবে এবং বাড়িতে গিয়ে সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাদের সেবা কার্যক্রমে অতিরিক্ত ফি আদায় ও সেবার নিম্নমানসহ বিভিন্ন ধরনের অনিয়ম খুঁজে পেয়েছি। এজন্য আমরা তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'

প্রাভা হেলথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিদপ্তর এ বিষয়ে আরও তদন্ত করবে বলে জানান তিনি।