ক্রোয়েশিয়া দলে করোনার হানা

By স্পোর্টস ডেস্ক
27 June 2021, 09:25 AM
UPDATED 27 June 2021, 15:28 PM
উইঙ্গার পেরিসিচ ক্রোয়েশিয়ার এই দলের অন্যতম বড় ভরসা। এক বিবৃতিতে ক্রোয়েশিয়া দল জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর পেরিচিসকে আইসোলেটেড করা হয়েছে। ১০ দিন তাকে আইসোলেশনে থাকতে হবে।

স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ক্রোয়েশিয়া দল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ গোল করা ইভান পেরিসিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উইঙ্গার পেরিসিচ ক্রোয়েশিয়ার এই দলের অন্যতম বড় ভরসা। এক বিবৃতিতে ক্রোয়েশিয়া দল জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর পেরিচিসকে আইসোলেটেড করা হয়েছে। ১০ দিন তাকে আইসোলেশনে থাকতে হবে।

এই অবস্থায় সোমবার স্পেনের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে নামবে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা। স্বাভাবিক কারণেই তাতে থাকছেন না পেরিসিচ।

৩২ বছর বয়েসী পেরিসিচ ক্রোয়েশিয়ার গ্রুপ পর্বের সব ম্যাচেই খেলেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে দলের জয়ে গোল করে বড় অবদান তার। তবে তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা জানানো হয়নি।

সোমবার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় কোপেনহেগেনে স্পেনের বিপক্ষে নামবে লুকা মদ্রিচের দল