দশ শিল্পীর কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’

By স্টার অনলাইন রিপোর্ট
19 March 2021, 10:15 AM
UPDATED 20 March 2021, 17:48 PM
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের দশ বরেণ্য শিল্পী সম্মিলিত গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি’ গানটি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের দশ বরেণ্য শিল্পী সম্মিলিত গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের  ‘ও আমার দেশের মাটি’ গানটি।

গানটিতে কণ্ঠ দেশ দেওয়া দশ শিল্পীরা হলেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, এলিটা করিম, কিশোর দাস, জয় শাহরিয়ার, সোমনুর মনির কোনাল ও রেহান রাসুল।

আজব কারখানার ব্যানারে গানটির ভিডিও পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। এর পরিকল্পনা, সমন্বয় ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপলক্ষে আগামী ২৪ মার্চ আজব রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এর মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

দেশের বীর মুক্তিযোদ্ধার প্রতি গানটি উৎসর্গ করা হয়েছে।