চিত্রনায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে

By স্টার অনলাইন রিপোর্ট
8 March 2021, 08:32 AM
UPDATED 8 March 2021, 14:35 PM
বাংলা চলচ্চিত্রের একসময়ের নায়ক শাহিন আলম লাইফ সাপোর্টে আছেন। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলা চলচ্চিত্রের একসময়ের নায়ক শাহিন আলম লাইফ সাপোর্টে আছেন। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন শাহিন আলম। আজ সোমবার দুপুরে দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।