ফারিয়া শাহরিনের বাগদান

By স্টার অনলাইন রিপোর্ট
21 February 2021, 04:47 AM
UPDATED 21 February 2021, 12:59 PM
মডেল, অভিনেত্রী ফারিয়া শাহরিন কিছুদিন আগেই দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘বিয়ে করতে হলে প্রেম করেই বিয়ে করবো।’ সেই প্রেমের সম্পর্কেরই বাগদান হয়েছে গত শুক্রবার রাতে।

মডেল, অভিনেত্রী ফারিয়া শাহরিন কিছুদিন আগেই দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘বিয়ে করতে হলে প্রেম করেই বিয়ে করবো।’ সেই প্রেমের সম্পর্কেরই বাগদান হয়েছে গত শুক্রবার রাতে।

ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।

ফারিয়া শাহরিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকবছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করবো। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

ফারিয়া শাহরিন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। সম্প্রতি  ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজনে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

আরও পড়ুন: অনেক ভুগেছি সোজাসাপ্টা কথা বলার জন্য: ফারিয়া শাহরিন