১১ মাস পর নতুন ছবিতে বুবলী

By স্টার অনলাইন রিপোর্ট
15 February 2021, 16:22 PM
UPDATED 15 February 2021, 22:30 PM
গত বছর ১২ ফেব্রুয়ারি ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের পর সবকিছু থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। চলতি বছরের জানুয়ারি মাসে পুনরায় দেখা মেলে তার।

গত বছর ১২ ফেব্রুয়ারি ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের পর সবকিছু থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা বুবলী। চলতি বছরের জানুয়ারি মাসে পুনরায় দেখা মেলে তার।

আজ সোমবার জানা গেছে, শাপলা মিডিয়ার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘নীল চোখ’। এতে আরও অভিনয় করবেন নীরব ও রোশান। ছবিটি পরিচালনা করবেন আসিফ ইকবাল জুয়েল।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে সিনেমায় অভিনয় শুরু করেন শবনম বুবলি। শাকিব খানের সঙ্গে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, একটু প্রেম দরকার, বীর সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১১ মাসে কোথাও দেখা যায়নি তাকে। কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে।