চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

By স্টার অনলাইন রিপোর্ট
25 January 2021, 12:00 PM
UPDATED 25 January 2021, 18:03 PM
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল।

আজ রোববার ২৪ জানুয়ারি সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির অপূর্ব রানা।

নিয়ম অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরের শেষে নতুন মেয়াদের (২০২১-২০২২) কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনার কারণে সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এবারের নির্বাচন প্রধান কমিশন হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পাচ্ছেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।

সাংবিধানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয় নির্বাচনের ৪৫ দিন আগে। সে অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

পরিচালক সমিতির নির্বাচনে এবার চারটি প্যানেলর নাম শোনা যাচ্ছে।

পরপর দু’বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন একই পদে আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানা গেছে।