বরুন-নাতাশার ১৪ বছরের প্রণয় পেল পরিণয়

By স্টার অনলাইন ডেস্ক
25 January 2021, 09:04 AM
UPDATED 25 January 2021, 15:16 PM
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান আর ফ্যাশন ডিজাইনার নাতাশা দলালের ২০ বছরের বন্ধুত্ব আর ১৪ বছরের প্রণয় পরিণত হলো পরিণয়ে।

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান আর ফ্যাশন ডিজাইনার নাতাশা দলালের ২০ বছরের বন্ধুত্ব আর ১৪ বছরের প্রণয় পরিণত হলো পরিণয়ে।

বলিউড হাঙ্গামার এক খবরে বলা হয়, গতকাল রোববার বিয়ে করেছেন এই যুগল।

গতকাল রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণ নিজেই বিয়ের ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে রূপালি পোশাকে বরুণ ও নতাশা সাতপাঁকে বাঁধা পড়ছেন।

ছবির ক্যাপশনে বরুণ ধাওয়ান লিখেছেন, ‘আজীবনের ভালোবাসা এই মাত্র পূর্ণতা পেল।’

মুম্বাইয়ের সমুদ্র তীরবর্তী আলীবাগে পরিবার-পরিজন এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে এই বয়ের আয়োজন সম্পন্ন হয়। বলিউড তারকাদের মধ্যে হাতে গোনা কয়েকজন পেয়েছিলেন নিমন্ত্রণ।