জয়া আহসানের নতুন খবর

By স্টার অনলাইন রিপোর্ট
21 January 2021, 12:58 PM
UPDATED 21 January 2021, 19:26 PM
বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জয়ার নতুন সিনেমার নাম ‘ওসিডি’।

বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জয়ার নতুন সিনেমার নাম ‘ওসিডি’।

সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার সৌকর্য ঘোষাল। একই পরিচালকের ‘ভূতপুরী’ নামের আরেকটি সিনেমায়  অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

জয়া আহসান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘১ ফেব্রুয়ারির থেকে টানা শুটিং হবে ‘ওসিডি’ সিনেমাটির। এতে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেকে।’

জয়া আহসান গত বছরের শেষের দিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং করেছিলেন।

বছরের শুরুতে ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম হইচই জয়া আহসানকে ‘বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার’ সম্মাননা দিয়েছে।