রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা চায় বিজিএমইএ

By স্টার অনলাইন রিপোর্ট
16 June 2019, 14:47 PM
UPDATED 6 July 2021, 09:06 AM
পোশাক রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা দাবি করেছেন তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী অর্থবছরের বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

পোশাক রপ্তানিতে ৩ শতাংশ নগদ প্রণোদনা দাবি করেছেন তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী অর্থবছরের বাজেটে এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে ১ শতাংশ নগদ প্রণোদনা রাখার প্রস্তাব দিয়েছে সরকার। তবে শুরু থেকে বিজিএমইএর দাবি ছিল সব বাজারে রপ্তানির ক্ষেত্রে ৫ শতাংশ নগদ সহায়তা দিতে হবে।

প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। সেখানে তিনি বলেন, সরকার মাত্র ১ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব দিয়েছে। কিন্তু রপ্তানিতে আমরা প্রণোদনার পরিমাণ ৩ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি।

বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় রুবানা বলেন, ৩ শতাংশ প্রণোদনার জন্য সরকারকে আরও অতিরিক্ত ২ শতাংশ প্রণোদনার অর্থ বরাদ্দ রাখতে হবে। এতে সরকারের খরচ বাড়বে ৫,৬৫০ কোটি টাকা। এক্ষেত্রে প্রণোদনার মোট পরিমাণ দাঁড়াবে ৮,৪৭৫ কোটি টাকা।

এর পাশাপাশি প্রতি ডলারের বিপরীতে ৫ টাকা অবমূল্যায়ন চেয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেছেন, এটা করা হলে বৈশ্বিক বাজারে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের। এটা করতে হলে সরকারকে বাড়তি ১২,৪১৯ কোটি টাকা ব্যয় করতে হবে বলেও জানান তিনি।